ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

আ. লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জাফর উল্লাহ টিটু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ১৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাফর উল্লাহ টিটু। তিনি চট্টগ্রাম-৩, সন্দ্বীপ আসন থেকে নৌকা চান তিনি। 

রোববার বেলা ১২টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ তথ্য তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি তিন দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমি আওয়ামী লীগের দুর্দিনে রাজনীতি করেছি। এজন্য জেল-জুলুম, মামলা এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে আমি প্রথমে সন্দ্বীপের নৌ-যাতায়াত সমস্যা, মাদক ও সন্ত্রাসমুক্ত সন্দ্বীপ গঠনে অপ্রাণ কাজ করবো।  

উল্লেখ্য, তিনি সন্দ্বীপ পৌরসভার সাবেক জননন্দিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে সন্দ্বীপ কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেন। স্কুল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এরপর সন্দ্বীপ সরকারি এবি কলেজের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। 

এছাড়া তিনি নব প্রজন্মে সন্দ্বীপ নামে একটি সংগঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে কাজ করেন। বর্তমানে তিনি পৌরসভার আওয়ামী লীগের সদস্য হিসেবে কাজ করছেন। 
কেআই// 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি