ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আ.লীগের উপকমিটির সহ-সম্পাদক পদ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের উপকমিটিতে উপকমিটিতে কোনো সহ-সম্পাদক থাকবে না বলে ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উপকমিটিতে সবাই সদস্য হিসেবে থাকবেন। শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে পদবঞ্চিত সাবেক ছাত্রনেতাদের দাবির মুখে এ ঘোষণা দেন তিনি।
গতকাল আওয়ামী লীগের নতুন নির্বাচনী কার্যালয়ে গিয়ে এবং পরে কার্যালয়ের সামনে ওবায়দুল কাদেরের গাড়ি ঘিরে ধরে উপকমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে পাশের কক্ষে থাকা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বেরিয়ে আসেন। তারা ক্ষুব্ধ নেতাদের শান্ত করে কয়েক জনকে নিয়ে ভেতরে যান। পদবঞ্চিতরা তাদের দাবি তুলে ধরলে ওবায়দুল কাদের বলেন, এ উপকমিটি স্থগিত করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সঠিক যাচাই-বাছাইয়ের পর উপকমিটির সহ-সম্পাদক দেওয়া হবে।
পরে সন্ধ্যা ৭টার দিকে বঞ্চিতদের কয়েকজন নতুন নির্বাচনী কার্যালয়ের সামনে মিছিল করেন।
/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি