ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১২ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার রাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের চেকপোস্ট। টহল দিয়েছে সেনাবাহিনী। আর রাজু ভাস্কর্যে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ও আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 

আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে নাশকতা। মঙ্গলবার রাতেও গুলিস্তান, কাওরানবাজারসহ একাধিক স্থানে ঘটে ককটেল বিস্ফোরণ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। 

রাতে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাঁরা বলেন, বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, সকল ধরনের নাশকতা ঠেকাতে জুলাই যোদ্ধারা এখনও মাঠে আছেন। 

এছাড়াও বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

রাত ৯টার পর ৩২ নম্বর সড়কে ঢোকার মুখে ব্যারিকেড স্থাপন করে পুলিশ সদস্যরা। ওই সড়কে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। 

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। চলছে তল্লাশি। পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীর ইউনিট। পুলিশ বলছে, যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় সতর্ক অবস্থায় আছেন তাঁরা। সন্দেহজনক স্থানে চালানো হচ্ছে অভিযান।

পুলিশের বাড়তি নজরদারি সত্বেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বাড়ছে নগরবাসীর। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি