ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে : হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আমরা কোনো প্রহসনের নির্বাচন করি না। আমরা দেখতেও চাই না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে।

আজ রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা বলেছি বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হোক। নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় কেউ যদি নির্বাচন থেকে দূরে থাকে, সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সংবিধানের গাইডলাইন অনুযায়ীই হবে। এখানে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশন ভাঙতে হবে এমন নানা ধরনের শর্তারোপ করে যারা বক্তব্য রাখছে, তাদের পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিতে চাই যে, কোনো ধরনের শর্তারোপের কোনো সুযোগ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সেই নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি