ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আজ কেবিনে নেওয়া হতে পারে ওবায়দুল কাদেরকে

প্রকাশিত : ০৯:০৬, ১৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:১৩, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। ফলে আজ বুধবার সকালে তাকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার কথা রয়েছে।

ওবায়দুল কাদেরের সঙ্গে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের এ তথ্য জানান।

তিনি জানান, সেতুমন্ত্রী আগের দিনের মতো পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। সীমিত পর্যায়ে হাঁটাচলাও করেছেন তিনি।

ওই হাসপাতালের কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী আওয়ামী লীগ নেতার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি