ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

আজ দুপুর ১২টা পর্যন্ত উন্মুক্ত থাকবে শাহবাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১১:০৩, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার (৬ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মোড় সবার চলাচলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র মুখপাত্র অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।

আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কথা জানান।

আ ক ম জামাল উদ্দিন বলেন, ‘শনিবার বিকাল ৩টায় মুক্তিযুদ্ধ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হবে। এর জন্য সারাদেশের সব জেলা ও থানার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের এই সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সমাবর্তন অনুষ্ঠানের জন্য শাহবাগ মোড় সবার জন্য শিথিল থাকবে।

তবে শনিবার দুপুর ১২টার পর থেকে আমরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

কারা এই সমাবেশে অংশগ্রহণ করতে পারবে- সাংবাদিকরা জানতে চাইলে আ ক ম জামাল উদ্দিন বলেন, এই সমাবেশে মুক্তিযোদ্ধা, তাদের সন্তানরা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাই অংশগ্রহণ করতে পারবেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি