ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আজ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন সুলতান মনসুর

প্রকাশিত : ০৮:৪৬, ২২ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৩৪, ২২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এজন্য বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। আজ সকালে শ্রদ্ধা নিবেদনের পর জুম্মার নামাজ শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে তিনি।

উল্লেখ্য, ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার- ২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে আজ বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এ বৈঠকে নিজেদের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি সরকারের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঠিক করবেন তারা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি