ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

আজ বিশ্ব শিক্ষক দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৪৯, ৫ অক্টোবর ২০১৮

বিশ্ব শিক্ষক দিবস আজ। জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। বিশ্বের শিক্ষকদের অবদান স্বীকার, তাদের মূল্যায়ন এবং এগিয়ে নেয়াসহ শিক্ষক ও শিক্ষণ প্রক্রিয়ায় চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনেস্কো দিবসটি পালনের উদ্যোগ নেয়। এ বছর সংস্থাটির সদস্যভুক্ত ১০০ দেশে ৪০১টি শিক্ষক সংগঠন দিবসটি উদযাপন করছে।

ইউনেস্কো এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘শিক্ষার অধিকার মানে হচ্ছে উপযুক্ত শিক্ষক পাওয়ার অধিকার’।
বাংলাদেশেও শুরু থেকে প্রতিবছরই এ দিবসটি উদযাপিত হচ্ছে। তবে কখনোই সরকারিভাবে দিবসটি উদযাপিত হয়নি। অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন শিক্ষক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।

সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে আলোচনা ও শিক্ষক সম্মাননার আয়োজন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম।

একই সময়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা করবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। এতে প্রধান অতিথি থাকবেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করবেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

বিকালে শিক্ষক দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের করবে বিশ্ব শিক্ষক দিবস ২০১৮ জাতীয় উদযাপন কমিটি। র‌্যালি শেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে কৃতী শিক্ষকদের সম্মাননা, সৃজনশীল ও সাহসী শিক্ষার্থীকে স্বীকৃতি দেয়া হবে। অনুষ্ঠানে শিক্ষা উন্নয়নে প্রতিজ্ঞাপত্র পাঠ করা হবে। এতে প্রধান অতিথির বক্তৃতা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি