ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

আজও ঢাকায় ফিরছে মানুষ (ভিডিও)

প্রকাশিত : ১২:১০, ১১ জুন ২০১৯ | আপডেট: ১৪:৩৪, ১১ জুন ২০১৯

Ekushey Television Ltd.

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে মঙ্গলবারও ঢাকায় ফিরছে দক্ষিণ অঞ্চলের মানুষ। সকালে সদরঘাট লঞ্চ র্টামিনালে ছিল মানুষের উপচে পড়া ভিড়। তবে, গাড়ী না পেয়ে ভোগান্তিতে পড়েন সাধারন মানুষ। আবার লঞ্চে ভাড়া বেশি নেয়ারও অভিযোগ করেছেন অনেকে।

ঈদের ছুটি শেষ হলেও এখনো ঢাকায় ফিরছে নগরবাসি। ভোররাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল রাজধানীমুখি মানুষের ভিড়।

কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে খুশি তারা।

তবে অধিকাংশ লঞ্চে বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের।

এদিকে, পর্যাপ্ত গণপরিবহন না থাকায় লঞ্চ থেকে নেমেই ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চলের যাত্রীরা।

যানবাহন না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি