ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আজিমপুরে মসজিদে খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রকাশিত : ০৯:৪৬, ৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর আজিমপুরে একটি মসজিদ থেকে হানিফ (৪৫) নামে এক খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। লালবাগ থানার উপ পরিদর্শক (এএসআই) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালবাগ থানার পুলিশ আজিমপুর কবরস্থান সংলগ্ন হানিফ মেয়র জামে মসজিদ থেকে লাশটি উদ্ধার করে।

এএসআই আবদুল কাদের জানান, বুধবার রাতে সংবাদ পেয়ে মসজিদের দ্বিতীয় তলার পরিত্যাক্ত কক্ষ থেকে হানিফ নামে মসজিদের খাদেমের লাশ উদ্ধার করা হয়। বস্তাখুলে দেখা যায় তার পেটে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি