ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

আটক কিশোর গ্যাংদের ১০৩ জনকে সতর্ক করে মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৭ সেপ্টেম্বর ২০১৯

স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের যৌন হয়রানি, অশ্লিল অঙ্গভঙ্গি, কটুক্তি, চুরি ও ছিনতাইসহ নানা অভিযোগের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিলে পুলিশের হাতে আটক ১১০ জন কিশোর গ্যাংয়ের ১০৩ জনকে সতর্ক করে ছেড়ে দিয়েছে পুলিশ। 

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার রাতে ও আজ শনিবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়। 

এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিরঝিলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ১০৩ জনের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না। তাই তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাকি ৭ জনের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাই তাদের হেফাজতে নেয়া হয়েছে।

তিনি জানান, ১০৩ জনের পরিবারের সদস্যদের ডেকে তাদের সতর্ক করা হয়েছে।

অভিযানের বিষয়ে ওসি জানান, যাদের আনা হয়েছিল তাদের কেউ কেউ বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন জায়গায় জটলা করে নারীদের যৌন হয়রানি, পথচারীদের নানাভাবে কটূক্তি এবং অশ্লীল ভঙ্গি করে আসছিল। 

আই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি