ঢাকা, রবিবার   ০২ জুন ২০২৪

আদাবর ও শেরে-ই-বাংলানগর থানার মুক্তিযোদ্ধাগণের বিজয় র‍্যালী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১৬ ডিসেম্বর ২০২৩

আদাবর এবং শেরে-ই-বাংলানগর থানার বীর মুক্তিযোদ্ধাগণ বিজয় র‍্যালীর আয়োজন করেন। র‍্যালীতে বীর মুক্তিযোদ্ধাগণ, পেশাজীবিগণ, বাংলাদেশ স্কাউটের সদস্যবৃন্দ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, মাদ্রাসা ছাত্র, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সহ সমাজের সর্বস্থরের মানুষজন উৎফুল্লভাবে অংশগ্রহণ করেন। মোহাম্মদপুর রিং রোডের সুচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়ে শ্যামলী স্কয়ারের সামনে গিয়ে শেষ হয়।

বীর মুক্তিযোদ্ধাদের আয়োজিত এই র‍্যালীতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম সহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা।

র‍্যালীতে বাংলাদেশের ঐতিহ্য হিসেবে বেশ কয়েকটি সুশজ্জীত ভ্যানে সকল ধর্মীয় সম্প্রীতির বন্ধন, কৃষক, জেলে, লালন শাহ, উপজাতি, মুচি, প্রতিবন্ধি, বয়স্ক সহ সকলের প্রতীকী রূপায়ণ করা হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি