ঢাকা, বুধবার   ০৩ সেপ্টেম্বর ২০২৫

আনন্দ টিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাসকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। গত ২৮ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আনন্দ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল ইসলামের দায়ের করা প্রতারণা মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানায়, বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কাউন্টারে তার নামে ওয়ারেন্ট পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে বনানী থানায় হস্তান্তর করা হয়।

এর আগে ২০২৩ সালে নুরুল ইসলাম অর্থ আত্মসাৎ ও চুক্তি ভঙ্গের অভিযোগ এনে একটি মামলা (নং-২৪৩৮/২৩) দায়ের করেছিলেন। মামলায় তৎকালীন পরিচালক তাজিন আব্বাস, চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস এবং এইচআর অ্যাডমিন সাইফুল ইসলামকে আসামি করা হয়।

একটি সূত্র জানায়, আনন্দ টিভি ২০১৩ সালে স্যাটেলাইট সম্প্রচারের জন্য এনওসি পায়। তবে আর্থিক সংকট ও ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে ২০১৭ সাল পর্যন্ত সম্প্রচারে আসতে ব্যর্থ হয়। পরে নুরুল ইসলাম লিখিত চুক্তির ভিত্তিতে বিনিয়োগ ও সার্বিক দায়িত্ব নিয়ে টেলিভিশনটি সম্প্রচারে আনেন। অল্প কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটি লাভজনক হতে শুরু করলে হঠাৎ করেই নুরুল ইসলামকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, তার লগ্নিকৃত অর্থ ফেরত দেওয়া হয়নি, বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা করা হয়। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগও ওঠে আনন্দ টিভি কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় এখনো তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি