ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

আনিস, রুহুল, চুন্নুকে অব্যাহতি, জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০০, ৭ জুলাই ২০২৫ | আপডেট: ২০:০৮, ৭ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির (এরশাদ) সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় দলের দফতর বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৮ জুন প্রেসিডিয়ামের সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (৭ জুলাই) এ তথ্য জানান দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

প্রসঙ্গত, কয়েক দিন ধরে প্রেসিডিয়ামের সভা ডাকাকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে অস্থিরতা চলে আসছিল। দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। এই বিষয়টিকে কেন্দ্র করে মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দেন জি এম কাদের।

নতুন দায়িত্ব পেয়ে মহাসচিব শামীম পাটোয়ারী সবার সহযোগিতা কামনা করেন। তিনি দলকে তৃণমূলের সহযোগিতায় নতুনভাবে সাজানোর কথা উল্লেখ করেন।

জাপাকে উপজেলা পর্যায়ে শক্তিশালী করার এবং হারানো আসন ফিরে পাওয়ার কথা জানান শামীম পাটোয়ারী।

এদিকে মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ দেওয়া দেওয়াকে চরম অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন  বলে মন্তব্য করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত দুই কো-চেয়ারম্যান— ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি