ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ১৬ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

আগামী ২০ থেকে ২৯ জুলাই ২০২৫ আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড। এই আন্তর্জাতিক আসরে প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড বিজয়ী ৫ সদস্যের দল। 

বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক পরিচিতি সভার আয়োজন করে ইকোনমিক্স অলিম্পিয়াড।

এ আয়োজনে স্বর্ণ জয়ের লক্ষ্যে তাদের এই অংশগ্রহণ বাংলাদেশকে গৌরবাম্বিত করবে বলে জানান বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড বিজয়ী দল।

বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানসুরুল হক বলেন, এ বছর প্রায় সহস্রাধিক প্রতিযোগীদের মধ্যে থেকে মেধার সর্বোচ্চ যাচাই বাছাইয়ের মাধ্যমে সেরা পাঁচজন নির্বাচিত হয়েছে। আমরা আশা করছি তারা প্রতিবছরের মতো এ বছরও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। 

এ সময় বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, 'ইকোনমিক্স অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন। এর মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে অর্থনৈতিক সচেতনতা, দায়িত্বশীল সিদ্ধান্তগ্রহণ এবং নেতৃত্ব গঠনের মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই।' 

বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের প্রেসিডেন্ট আল আমিন পারভেজ বলেন, 'প্রতিযোগী ছেলের মধ্য থেকে আশা করা যায় বেশ কয়েকজন গোল্ড মেডেল অর্জন করবে। আর তা সত্যি হলে বাংলাদেশ প্রথমবারের মতো গোল্ড মেডেল অর্জন করবে। আমরা প্রতিযোগীদের সেভাবেই তৈরি করেছি। এই আশা নিয়েই আমরা এগোচ্ছি।'

বিজয়ী শিক্ষার্থীরা বাংলাদেশের হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বাছাই এর পর বাছাই হতে হতে উত্তীর্ণ হয়েছেন সেরা পাঁচজন। আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড আসরে প্রতিযোগী হিসেবে এই ভাগ্যবান সেরা ৫ প্রতিযোগিরা হলেন- ফাবিহা মুস্তাকিমা নিহা (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল), আফফান চৌধুরী (একাডেমিয়া স্কুল), প্রান্ত ঘোষ (মাষ্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), শাওহারদো স্বপন সিংঘা (মাষ্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল) ও সুহা আহসান (মাষ্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল)। 

দলটির সঙ্গে থেকে সার্বিক তত্বাবধান করবেন- আল আমিন পারভেজ (সভাপতি, নির্বাহী কমিটি), মো. মানসুরুল হক( অফিসিয়াল ব্র্যান্ড এম্বাসেডর), মো. আল-আমিন রাকিব(প্রধান যোগাযোগ বিভাগ), সাফায়েদুজ্জামান খান(জুড়িবোর্ড প্রধান) এবং মো. নাঈম দেওয়ান (পরিচালনা কমিটির সদস্য)।
 
এই দলটি আগামী ২০ জুলাই ২০২৫ তারিখে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড (বিডিইও) বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক চিন্তাভাবনা, আর্থিক সাক্ষরতা এবং ব্যবসায়িক বিশ্লেষণ দক্ষতা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিকপর্যায়ের প্রতিযোগিতা।

বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড ২০১৮ সালের শেষ দিকে ইকোনমিকস অলিম্পিয়াড কমিটি গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে এবং ২০১৯ সালে প্রথমবারের মতো রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড-এ বাংলাদেশ প্রতিনিধিত্ব করে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি