ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

‘আন্তর্জাতিক প্রশাসনিক পেশাজীবী দিবস ২০২৫’ উপলক্ষে সম্প্রতি শতাধিক প্রশাসনিক পেশাজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশে এই দিবসটি পালন করে "এডমিনিসট্রেটিভ প্রফেশনাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ" (APWAB)।

সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার প্রশাসনিক পেশাজীবীরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা এবং একটি প্রতিষ্ঠানের উন্নয়নে নিজের অসামান্য অবদানের কথা আলোচনা করেন। 

অনুষ্ঠানে নীলুফার আহমেদ করিম অতিথি বক্তা হিসেবে উপস্থিত থেকে এই পেশার মানোন্নয়নের জন্য যুগোপযোগী বক্তব্য রাখেন।

প্রতিষ্ঠানে দলবদ্ধ কাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও একটি কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষক শামীম হোসেন।

প্রশাসনিক পেশাজীবীদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা ও ধন্যবাদ প্রকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

মধ্যাহ্নভোজ, জীবন সদস্যদের সন্মাননা দেয়া ও অন্যান্য আনন্দ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষে প্রশাসনিক পেশাজীবীরা আবার পূর্নোদ্যমে নিজ নিজ কর্মস্থলে আরো বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি