ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

আন্দালিব রহমান পার্থ গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৫ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজধানী গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ। 

বৃহস্পতিবার দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এর আগে আন্দালিব রহমান পার্থের পরিবারের সদস্যরা জানান, বুধবার দিবাগত রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর বৃহস্পতিবার দুপুরে পার্থকে গ্রেফতারের বিষয়টি জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-উর-রশিদ।

হারুন-উর-রশিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে পার্থকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি