ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে: মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আন্দোলনের মাধ্যমেই। এজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। হাইকোর্ট জামিন দিলেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না।
বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। সেজন্য দরকার শক্তিশালী সংগঠন। তিনি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ নেতারা উপস্থিত ছিলেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি