ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ৯ জুলাই ২০১৭

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। রোববার থেকে দেশের প্রথম নারী বিচারক ও আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যাওয়ায় বেঞ্চ দুটি পুনর্গঠন করা হয়।

এতোদিন দুই নম্বর বেঞ্চে বিচারপতি ছিলেন তিনজন। বিচারপতি নাজমুন আরা সুলতানা অবসরে যাওয়ায় আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চের বিচারক সংখ্যা দাঁড়ায় হয় দুজন। অপরদিকে এক নম্বর বেঞ্চে বিচারক সংখ্যা হয় চারজন।

এক নম্বর বেঞ্চের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দুই নম্বর বেঞ্চে অন্তর্ভুক্ত করে বেঞ্চ পুনর্গঠন করা হয়। ফলে দুটি বেঞ্চেই এখন তিনজন করে বিচারক দায়িত্ব পালন করবেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে পাশাপাশি তাঁর নেতৃত্বে তিন বিচারপতি সমন্বয়ে একটি বেঞ্চ আর বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে তিন বিচারপতি সমন্বয়ে অপর একটি বেঞ্চে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাসস।

//আর//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি