ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

আরএসআরএম এমডি মাকসুদুর রহমান গ্রেফতার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৯ জুন ২০২২ | আপডেট: ১২:৪৪, ১১ জুন ২০২২

ঋণখেলাপির দায়ে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৮ জুন) রাতে রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের ২১ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, “মাকসুদুর রহমান আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক। তার নামে কিছুদিন পূর্বে গ্রেফতার ওয়ারেন্ট জারি করা হয়েছে ঋণ খেলাপী সংক্রান্ত মামলায়। একই কারণে তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রায় আড়াই হাজার কোটি কার ঋণ খেলাপীর দায়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। একই সাথে তার বিরুদ্ধে দশটিরও বেশি মামলা রয়েছে। এসকল মামলার বিচার কার্যক্রম চলমান।”

র‌্যাব কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি প্রায় পাঁচ থেকে ছয়টি ব্যাংক থেকে এই অর্থ তিনি গ্রহণ করেছেন। বর্তমানে তিনি ঋণখেলাপী অবস্থায় রয়েছেন। তিনি মূলত চট্টগ্রামে অবস্থান করে থাকেন, সাম্প্রতিক সময়ে যখন তার বিরুদ্ধে গ্রেফতার ওয়ারেন্ট জারি করা হয় তখন থেকে তিনি গুলশানের বাসায় আত্মগোপনে ছিলেন।”

মাকসুদুর রহমানকে আদালতে সমর্পণের কথা জানান র‌্যাব কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি