ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক

আরাকানে স্বাধীন মুসলিম স্টেট চায় জামায়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীন 'আরাকান মুসলিম স্টেট' গঠনের প্রস্তাব দিয়েছে। দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানান, রোহিঙ্গাদের মানবেতর অবস্থার স্থায়ী সমাধান হিসেবে আরাকানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন জরুরি।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডা. তাহের।

তিনি বলেন, “বাংলাদেশে রোহিঙ্গাদের মানবেতর জীবন কোনো স্থায়ী সমাধান নয়। সমাধান হলো তাদের নিজভূমিতে প্রত্যাবর্তন। এজন্য আরাকান অঞ্চলে স্বাধীন মুসলিম স্টেট গঠনের প্রস্তাব দিয়েছি। চীনের মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায়, এ বিষয়ে তাদের বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে।”

তাহের জানান, বৈঠকে তিস্তা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু এবং গভীর সমুদ্র বন্দরে চীনের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। ব্লু ইকোনমি উন্নয়নে চীনের ভূমিকা নিয়ে আলোচনাও হয়েছে।

তিনি আরও বলেন, “চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আজকের বৈঠককে আমরা একটি বড় সুযোগ হিসেবে দেখি। সরকারিভাবে ও পার্টি টু পার্টি উভয় পর্যায়ে সম্পর্ক জোরদার হচ্ছে। তারা আমাদের আন্তর্জাতিক কনফারেন্সে দাওয়াত দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, আমরাও তাদের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাব।”

চলমান রাজনৈতিক সংস্কার ও সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বৈঠকে। জামায়াত নেতা জানান, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে আগ্রহী নয়, বরং সহযোগিতার মনোভাব দেখিয়েছে। নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়সীমা (ডিসেম্বর বা পরবর্তী জুন) দিয়েছেন, জামায়াত তা সমর্থন করে।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি