‘আল আকসা অক্ষত’ দাবি করে আলোচনায় বাংলাদেশি ইসলামিক বক্তা
প্রকাশিত : ১১:৪৭, ৯ এপ্রিল ২০২৫

মসজিদুল আল আকসা চত্বরের ‘ডোম অব দ্য রক’-এর সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনের আল আকসা মসজিদ অক্ষত রয়েছে দাবি করে আলোচনায় বাংলাদেশি এক ইসলামিক বক্তা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গাজী তামিম বিল্লাহ আল কাদরী নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওতে বলা হয়, মসজিদুল আল আকসা অক্ষত রয়েছে এবং মসজিদ এলাকায় কোনো যুদ্ধ চলছে না বলে তিনি জানান।
মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাসেমী নারায়ণগঞ্জের দেওভোগ সাকিম আলী জামে মসজিদের খতিব ও ইসলামিক বক্তা। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে সহযোগিতা করার উদ্দেশ্যে তিনি মিসর হয়ে ফিলিস্তিন প্রবেশ করেছেন বলে দাবি তার।
ভিডিওতে দেখা যায়, মসজিদুল আল আকসা চত্বরের ‘ডোম অব দ্য রক’-এর সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনের আল আকসা মসজিদটি অক্ষত থাকার বিষয়ে কথা বলেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আজ ৮ এপ্রিল বায়তুল মুকাদ্দাস আকসায় (ফিলিস্তিন) উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায় করেছি। লাব্বাইক আকসা, লাব্বাইক আকসা। বিশেষ করে বাংলাদেশের ফেসবুকে একটি মিথ্যা প্রচারণা করছে, এই স্থানটি (আল আকসা) নাকি ধ্বংসস্তূপ হয়েছে। কিন্তু এটা পুরো অক্ষত অবস্থায় রয়েছে। আমি বলবো, যারা বাংলাদেশের ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন তারা দ্রুত সেসব বন্ধ করেন। আর এখানে যুদ্ধের কোনো বালাই নেই। মানুষ স্বাভাবিকভাবে মসজিদে নামাজ পড়ছে।’
তিনি আরও বলেন, ‘এই আকসা মসজিদ যেটা মানব রচিত কোনো সৃষ্টি নয়। যেটা হাজার হাজার বছর আগে সোলায়মান (আ.)র মাধ্যমে ও ওনার হুকুমে জিনেরা সাগরের তলদেশ থেকে পাথর সংগ্রহ করে এই মসজিদুল আকসা তৈরি করেছেন। তাছাড়া এটা মুসলমানদের প্রথম কেবলা ছিল।’
সে সঙ্গে আল আকসার সঙ্গে জড়িত নানা ইতিহাস তিনি তুলে ধরেন।
মাওলানা গাজী তামিম বিল্লাহ বলেন, ‘আমি বাংলাদেশ ও বিশ্বের সব মুসলমানদের জন্য দোয়া করছি। গাজাবাসীদের যেন আল্লাহ বিজয় দেন ও মুক্তি দেন। বিশেষ করে সব মুসলিমকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেন।’
এএইচ