ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আ’লীগের সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৯:৩১, ১৫ নভেম্বর ২০১৯

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’কে (বিএনপি) আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

যেহেতু মুজিববর্ষে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে, তাই এবারের সম্মেলনে কোনও বিদেশি মেহমানকে আমন্ত্রণ জানানো হবে না। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। বিএনপিকেও দাওয়াত দেওয়া হবে। ডিপ্লোম্যাটরা দাওয়াত পাবে, তবে বিদেশি মেহমান নয়। এছাড়া আওয়ামী লীগের কমিটির পরিসর বাড়বে না।’

সংবাদ সম্মেলনে কাদের আরও বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের বর্তমান মঞ্চে জাতীয় সম্মেলনও অনুষ্ঠিত হবে। নৌকার আদলে মঞ্চ হচ্ছে। সম্মেলন জাঁকজমকপূর্ণ হবে না। তবে মুজিব বর্ষ জাঁকজমকপূর্ণ হবে। বর্ণীল না হলেও সমাগম বেশি হবে সম্মেলনে দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে।’ ঘোষণাপত্রের কোনো পরিবর্তন পরিমার্জন থাকলে তা ২য় অধিবেশনে করা হবে বলেও জানান আওয়ামী লীগে সাধারণ সম্পাদক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এখনই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে ‘আসতে চান না’ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখানে জয়ের ইচ্ছার ব্যাপারও আছে। নেত্রীকে এ নিয়ে কোনো কিছু বললে তিনি বলেন, জয় তো আসতে চায় না। এখনও তার আসার আগ্রহ নেই।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি