ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

আসছে মা দিবস, ভালোবেসে মাকে দিন সেরা উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ৭ মে ২০২৫ | আপডেট: ১৭:৩১, ৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন মা দিবস আবারও মাঝে ফিরে আসছে। ২০২৫ সালের মা দিবস পালিত হবে আগামী ১১ মে, রোববার। 

মা দিবস প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববারে পালন করা হয়। যুক্তরাষ্ট্রে এই দিবসটির সূচনা হলেও এখন এটি একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশেও দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়। কেউ মাকে চিঠি লেখেন, কেউ ফুল ও উপহার দিয়ে মাকে বিশেষভাবে শুভেচ্ছা জানান, কেউ আবার নিজের হাতে রান্না করে মাতৃত্বের প্রতি সম্মান জানান।

এই দিন অনেকেই তাঁদের মাকে কিছু না কিছু উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন নিশ্চিতভাবে। কিন্তু উপহারে কী দেওয়া যেতে পারে, তাই নিয়ে ভাবতে গিয়ে অনেকেই বেশ সমস্যায় পড়ে যান।

মায়ের ঋণ কখনও শোধ করা যায় না। কিন্তু মাকে ভালোবেসে মা দিবসে কিছু না কিছু উপহার দেওয়া যেতেই পারে। প্রতি বছর এই দিনটা এলেই অনেকে ভাবেন, কী উপহার দেবেন। মা দিবসে মাকে কিছু ভালো স্মৃতি উপহার দেওয়া যেতে পারে। এমন কিছু দিতে পারেন, যার সঙ্গে পুরনো দিনের সুখের স্মৃতি জড়িয়ে রয়েছে।

ঘুরতে নিয়ে যান - ছোটবেলায় বিশেষ কোথাও ঘুরতে যেতে ভালোবাসতেন আপনার মা? তার পর সংসারের যাঁতাকলে পড়ে সেসবের পাট চুকে গিয়েছে? মাকে নিয়ে তাহলে এবার বেরিয়ে আসুন সেখান থেকে। মায়ের পুরনো দিনগুলির স্মৃতিও সতেজ হয়ে উঠবে।

পুরনো দিনের রান্না - মায়ের হাতের রান্না খেতে কে না ভালোবাসে। কিন্তু মাকে রান্না করে খাওয়ানোর মধ্যেও আলাদা আনন্দ রয়েছে। আপনি যদি পাকা রাঁধুনি হন, তাহলে মায়ের কাছ থেকে জেনে নিন তার প্রিয় পদ কী। সেই রান্নাটাই হোক আন্তর্জাতিক মাতৃ দিবসের বিশেষ উপহার।

এদিকে,  সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি কিছু আবেগঘন ভিডিও ও পোস্ট। তরুণ প্রজন্ম মায়ের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভাগাভাগি করে নিচ্ছে ‘#মা_দিবস২০২৫’ হ্যাশট্যাগে।

বিশেষজ্ঞরা মনে করেন, মা দিবস শুধু একটি নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ নয়, বরং এটি মায়েদের প্রতি আমাদের প্রতিদিনের ভালোবাসা ও দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। মা যিনি নিরবেই নিঃস্বার্থভাবে পরিবারকে আগলে রাখেন তাঁর ত্যাগ ও ভালোবাসার মূল্য কোনো কিছুর সঙ্গেই তুলনা চলে না।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি