ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

ইজতেমার নিরাপত্তায় নেয়া হয়েছে সব প্রস্তুতি: আইজিপি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ১১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:১৯, ১১ জানুয়ারি ২০২৩

পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিশ্ব ইজতেমায় আগত দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তায় এয়ারপোর্ট থেকে তুরাগ, সবখানে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সকালে টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন কালে এ কথা বলেন তিনি। 

এবারের বিশ্ব ইজতেমার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের তাবলীগের মুরুব্বিদের সঙ্গে বৈঠক করেন আইজিপি। 

তিনি বলেন, তাদের মধ্যে যে মতবিরোধ আছে সেটা নিরসনের জন্য আহ্বান জানিয়েছি। তারা সবাই কথা দিয়েছে, এই অনুষ্ঠানে যথাযথভাবে একপক্ষ অপরপক্ষকে সহযোগিতা করবেন। তাদের প্রতি আমাদের আস্থা আছে।

আইজিপি বলেন, দুই পর্বের ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থা ছাড়াও আকাশ পথে হেলিকপ্টার টহল থাকবে। বিভিন্ন ওয়াচ টাওয়ার থেকেও পর্যবেক্ষণ করা হবে। 

এর আগে বিদেশি মেহমানদের খিত্তা পরিদর্শন করেন তিনি। 

আইজিপি বলেন, আগত বিদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেশন বিভাগ এবং ইজতেমা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা রেখেছে। তাদের আগমন যাতে সুগম হয় এজন্য ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি