ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ইসমাত আরা প্রিয়ার ‘যাবজ্জীবন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৯ এপ্রিল ২০২১

সম্পর্কের শুরুতে বিষাদের ছাপ থাকে না, না পাওয়ার ব্যথা থাকে না, যা থাকে তা হলো একে অন্যের প্রতি আসক্তি। কিন্তু বিচ্ছেদে কি অসম্ভব তিক্ততা, তারপর শত অভিযোগের দেয়াল ওঠে। অথচ ওরা জানে না বিচ্ছেদের পরই শুরু হয় দহন, শুরু হয় প্রেম।

চারপাশে ঘটে চলা এমন অসংখ্য ঘটনা ‘যাবজ্জীবন’ উপন্যাসে তুলে এনেছেন লেখক ইসমত আরা প্রিয়া। 

একুশে বইমেলায় প্রকাশিত উপন্যাসটি এখন পাওয়া যাচ্ছে রকমারিসহ দেশের অনলাইন বুকশপগুলোতে। উপন্যাসটি প্রকাশ করেছে অন্যধারা প্রকাশনী। করোনাকালে ১৬২৯৭ নম্বরে কল করলেই ঘরে পৌছে যাবে উপন্যাসটি। 

লেখক ইসমত আরা প্রিয়া জানালেন, বইটি তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে লেখা।

কুষ্টিয়া মিরপুর থানার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া গ্রামের মেয়ে ইসমত আরা প্রিয়ার প্রথম উপন্যাস ‘কান্নাগুলোর প্রার্থনা’ প্রকাশিত হয় ২০১৯ সালে। গত বছর বইমেলায় উপন্যাস ‘আওয়াজ' ছাড়াও  কাব্যগ্রন্থ ‘নীলপদ্ম’ প্রকাশিত হয়। ‘যাবজ্জীবন’ লেখকের তৃতীয় উপন্যাস।

এসএ/


 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি