ঢাকা, বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৭, ২০ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাস উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিএম মুশফিকুজ্জামান (২০)  বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আমাদের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহ পাওয়ার সংবাদ আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঐ শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি