ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঈদ উদযাপনে ফিরছেন নগরবাসী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ উদযাপনে নাড়ীর টানে নীড়ে ফিরছেন নগরবাসী। বাস-ট্রেনে উপচে পড়া ভীড়। ট্রেনে বিশেষ সার্ভিসের পাশাপাশি বগির সংখ্যা বাড়ানো ঠেকানো যায়নি শিডিউল বির্পযয়। নির্ধারিত সময়েই ছেড়েছে সব রুটের বাস। তবে কোথাও কোথাও আছে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ। 

কমলাপুর রেলষ্টেশন। ভোর রাতেও ঠিক এভাবেই অনেকে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করছেন টিকেট। টিকেট মিললেও মিলছে না সিট। আপনজনের সাথে ঈদ করতে ভোর থেকেই অপেক্ষায় থাকলেও নির্ধারিত সময়ে  ছাড়েনি তিনটি রুটের ট্রেন।

উপচে ভিড়ে ঝুঁকি নিয়েই দাঁড়িয়ে কিংবা ট্রেনের ছাদে অনেকেই ফিরছেন আপন নীড়ে।

কখন আসবে ট্রেন, আর কখন যাত্রা শুরু হবে- জানেন না এই যাত্রীরা। পরিবার-পরিজন নিয়ে অনেকেই পড়েছেন বিড়ম্বনায়।

এদিকে বাসে যাত্রীর চাপ থাকলেও নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে সব রুটের বাস।

তবে আছে যানজটের আশঙ্কা। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও করছেন কেউ কেউ।

সব বাধা পেরিয়ে নিরাপদে ঘরে ফিরবেন- এমনটাই মনে করেন সবাই।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি