ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ (ভিডিও)

প্রকাশিত : ১৬:৫১, ৮ জুন ২০১৯ | আপডেট: ১৯:১৬, ৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। ভোর থেকেই স্টেশন-টার্মিনালগুলে ছিল ঘরেফেরা মানুষের ঢল। কাল থেকে অফিস খুলছে,তাই পথের ঝক্কি ঝামেলা এড়াতে আগেভাগেই চলে আসার কথা জানিয়েছেন সকলে।

আবারও ফিরে আসা ইট পাথরের নগরীতে। নাড়ীর টান নিয়ে গিয়েছিল শেকড়ে, জীবিকা আবার ফিরিয়ে আনছে ঢাকায়।

ঈদের ছুটি শেষে, রোববার থেকে সরকারী বে-সরকারী অফিসে শুরু হবে কর্মব্যাস্ততা। কিছু বিড়ম্বনাকে সঙ্গী করেই নগরবাসীর এই ফিরতি রেলযাত্রা।

ঈদের আগে যারা যেতে পারেন নি, তাদের অনেকে এখন যাচ্ছেন আপনজনের সানিধ্যে।

গাবতলী বাসটার্মিনালেও দেখা মেলে পরিবার পরিজন নিয়ে রাজধানীতে ফেরা মানুষের। তাদের সাথে ফিরেছে প্রিয়সানিধ্যর সুখস্মৃতি।

এদিকে লঞ্চ টার্মিলেও ভোর থেকে আসতে শুরু করে দক্ষিনবঙ্গের সব লঞ্চ। আপনজনের সাথে কিছুুদন কাটিয়ে আবারও ব্যাস্ততা বাড়বে কর্মক্ষেত্রে।

নগরবাসীর আগমনে আবারও খুব শীঘ্রই রাজধানী ঢাকা ফিরবে তার পুরনো চেহারায়।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি