ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ঈদ শেষে রাজধানীমুখী মানুষ

প্রকাশিত : ১৬:৫৭, ৭ জুন ২০১৯ | আপডেট: ১৭:০১, ৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করে আজ থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবি মানুষ।  

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, নৌ ও রেলপথে পরিবার-পরিজন ‍নিয়ে ফিরছেন কর্মজীবিরা। তবে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় তেমন একটা চাপ নেই।

শুক্রবার সকালে দেশের দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা যায়।  বরিশাল থেকে লঞ্চে ফেরা নাঈম হাসান জানান, প্রাইভেট একটি কোম্পানিতে চাকরি করায় ছুটির একদিন আগেই আসতে হচ্ছে। তবে ভিড় না থাকায় যাত্রা স্বস্তিদায়ক হলেও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেন তিনি।

বিউটি বেগম নামে আরেক যাত্রী জানান, ঘাটে অব্যস্থাপনার কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাড়াও নিয়েছে অতিরিক্ত।  

এদিকে বাসে করেও লোকজন ঢাকায় ফিরতে শুরু করেছে। শুক্রবার সকালে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে অনেক মানুষকে ফিরতে দেখা গেছে। তবে বাস টার্মিনালগুলোতে এখনও যাত্রীর চাপ কম।

সায়েদাবাদ টার্মিনালের শ্যামলী কাউন্টারের ম্যানেজার আবুল কালাম বলেন, ‘আগামীকাল ছুটি শেষ হলে যাত্রীর চাপ বাড়বে।’

গাবতলী টার্মিনালে বরকত ট্রাভেলসের ম্যানেজার আশিকুর রহমান বলেন, উত্তরাঞ্চল থেকে আজ সকালে যাত্রীবোঝাই বাস ঢাকায় এসেছে।

সড়ক ও নৌপথের পাশাপাশি ট্রেনেও কর্মজীবি মানুষরা রাজধানীতে ফিরতে শুরু করেছেন।

জীবনের টানে যখন কর্মজীবিরা ফিরছেন সে সময় আজও কিছু মানুষ ঢাকা থেকে দেশের বাড়ি যেতে ভিড় করেন সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোতে।

শনিবার সরকারি ছুটি শেষ হওয়ায় রোববার থেকে রাজধানী ফিরে পাবে তার  কর্মব্যস্ত রুপ।

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি