ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তবে শুরুতেই তাদের পড়তে হচ্ছে শিডিউল ভোগান্তিতে। রোববার সকালে ঈদযাত্রার প্রথম ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায়নি ঠিক সময়ে।

রোববার সকাল ৬টা ২০ মিনিটে দিনের প্রথম ট্রেন সুন্দরবনের যাত্রা হওয়ার কথা ছিলো। কিন্তু সেটি খুলনার উদ্দেশে ৫৫ মিনিট দেরিতে যাত্রা করে।

তবে ঘরমুখো হাজারও মানুষ নিয়ে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় ট্রেনটি। যাত্রার প্রথম দিনেই ছিল উপচেপড়া ভিড়। তবে শিডিউল ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া।

আজ ট্রেনে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ উপস্থিত হন। যাত্রীদের অনেকেই ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে ছাদে চড়ে বসেন। যদিও এতে জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু তারপরও বাড়ি যেতে হবে। আর তাই ঝুঁকি নিতেও রাজি তারা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি