ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঈদের ছুটি কাটিয়ে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২০ জুন ২০১৮ | আপডেট: ১৫:০১, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ঈদের ছুটি  আগেই শেষ হলেও বাড়তি ছুটি কাটিয়ে ঢাকা ফিরছে কর্মজীবী মানুষ। বাস-ট্রেন লঞ্চ ভরে যাত্রীরা ফিরেছেন নিরাপদেই। তবে ঢাকা ফিরতে দেরিতে ট্রেন ছাড়ার ভোগান্তির অভিযোগ আছে কারো কারো।  

এভাবেই যাত্রীদের নিয়ে সিরাজগঞ্জ এক্সপ্রেসটি থামলো কমলাপুর স্টেশনে। খুশির ঈদ কাটিয়ে আবারো কর্মস্থলে ফেরা। তবে দেরিতে ট্রেন ছাড়ায় কিছুটা ক্লান্ত যাত্রীরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসগুলো এসে থাকছে সাইদাবাদসহ রাজধানীর বাস টার্মিনালগুলোতে। স্বস্তিতে ফিরতে পেরে খুশি যাত্রীরা।

দক্ষিাঞ্চলের লঞ্চগুলোও সদরঘাটে এসে ভিড়েছে যাত্রী নিয়ে।

তবে লঞ্চ থেকে নেমে পরিবহন সংকট ভুগিয়েছে ঢাকা ফেরা মানুষদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি