ঢাকা, রবিবার   ১৯ অক্টোবর ২০২৫

উত্তরায় ‘ধর্মীয় সমাজ গঠন ও ঐক্যবদ্ধ নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা

উত্তরা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৪, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০৬, ১৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদ উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে “ধর্মীয় সমাজ গঠন ও ঐক্যবদ্ধ নেতৃত্ব” বিষয়ক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উত্তরা পশ্চিম থানার উত্তরা ৫ নং সেক্টর সি ব্লকে অবস্থিত আল জামিয়াতুল দারুল উলম মাদ্রাসায় সভাটি অনুষ্ঠিত হয়।

বিভিন্ন থানা থেকে আগত মসজিদে ঈমাম ও খতিবগণ ধর্মীয় ঐক্য, সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ ও ইসলামি নেতৃত্বের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের সভাপতি (উত্তরা পশ্চিম থানা শাখা) আলহাজ্ব খলিল সাইফুল্লাহ ফাহিমী দা.বা.।

সভা পরিচালনা করেন বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের (উত্তরা পশ্চিম থানা শাখা) সাধারণ সম্পাদক মাওলানা মুফতী জাকির হোসাইন দা.বা.।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, সমাজসেবক, ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর। ধর্মীয় আলেম ওলামাদের প্রাণবন্ত উৎসবমুখর অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি