ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

ন্যূনতম মজুরির দাবি

উত্তরায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ৬ জানুয়ারি ২০১৯

রাজধানীতে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। আজ রোববার সকালে উত্তরার ৫-৬টি গার্মেন্টসের শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করে। এ কারণে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ উত্তরার পথে যানবাহন চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান।

তিনি জানান, উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয় তারা। 
শ্রমিকদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করে।
সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি