ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উপনির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল করবে ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ২৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১৮, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং সম্প্রসারিত অংশের ১৮টি ওর্য়াডে কাউন্সিলর পদে নির্বাচনের বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন (ইসি। করা হয়েছে। ইসি`র আইনজীবী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে রবিবার  বলেন, স্থগিতাদেশের মেয়াদ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তাই এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা হবে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম জানান, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও ইসির প্যানেল আইনজীবী তৌহিদুল ইসলাম কমিশনের পক্ষে আদালতে লড়বেন।

মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তরে মেয়র পদের উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ছয়টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ।তফসিল অনুসারে ২৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা ছিল।

ওই তফসিলের সপ্তাহ খানেক পর আলাদা দুটি রিট আবেদন করেন রাজধানীর ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএ জাহাঙ্গীর আলম। পরে রিটের  ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তরের নির্বাচন ছয় মাস এবং দক্ষিণের নির্বাচন চার মাসের জন্য স্থগিত করে হা কোর্ট।

এম/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি