ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

উৎসবের এই দিনে মানুষের মনে আনন্দ নেই: ফখরুল

প্রকাশিত : ১৫:৩৭, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৫:৪৮, ৫ জুন ২০১৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উৎসবের এই দিনেও মানুষের মনে আনন্দ নেই।’

ঈদের দিন বুধবার সকালে শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির কথা বলতে গিয়ে ফখরুল বলেন, ‘দেশে সুশাসন না থাকলে যা হয়, তাই হয়েছে। তারা ৮টা-সাড়ে ৮টার মধ্যে বললেন যে চাঁদ দেখা যায়নি, ঈদের তারিখও বলে দিলেন বৃহস্পতিবার। আবার রাত সাড়ে ১০টা-১১টার দিকে সেটা সংশোধন করলেন।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদের একটা প্রস্তুতি আছে, নামাজ পড়ার জন্য তো একটা প্রস্তুতি দরকার। জনগণের কষ্টের বিষয়গুলো কখনোই এই সরকার সঠিকভাবে উপলব্ধি করেনি, উপলব্ধি করার প্রয়োজনও মনে করে না। যে কারণে জনগণ কষ্ট পায়, ভোগান্তি হয়।’

ফখরুল বলেন, ‘এই দিনে মানুষের আনন্দ করার কথা। কিন্তু লাখ লাখ মানুষের ঘরে কোনো আনন্দ নেই, তাদের কোনো উৎসব নেই। কারণ, হাজার হাজার গণতান্ত্রিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা থাকায় তারা ঘরে থাকতে পারে না।’

দলীয় চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন ফখরুল।

তিনি বলেন, ‘আমরা আবেদন করেছিলাম, অনুমতি দেয়নি। পরিবারের সাতজনকে মাত্র দিয়েছে। আইনে যেটা আছে, জেল কোডে যেটা লেখা আছে, ঈদের উৎসবের দিনে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, স্বজন যারা আছেন, তাদের দেখা করতে দিতে হবে। সেখানে অবশ্যই তারা বিধি লঙ্ঘন করেছে।’

এমবি//

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি