ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধার ওপর স্থিতাবস্থা জারি

প্রকাশিত : ১৪:৫৮, ২১ মে ২০১৯ | আপডেট: ১৫:০৬, ২১ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের উপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট।

আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও  বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ২৪ জুন পর্যন্ত এ স্থিতাবস্থার আদেশ দেন।

এই সার্কুলার চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, খেলাপি ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দিয়ে জারি করা সার্কুলারটিকে আদালত ‘দুষ্টের পালন ও শিষ্টের দমন’ হিসেবে বর্ণনা করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক গত ১৬ মে ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ করে দিয়ে সার্কুলারটি জারি করে। সার্কুলার অনুযায়ী খেলাপিরা মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা ১০ বছর। এক্ষেত্রে প্রথম এক বছর কোনো কিস্তি দিতে হবে না।

এই নির্দেশনার সুবাদে ইচ্ছাকৃত ঋণখেলাপিরাও এখন থেকে ঋণ পুনঃতফসিল করার সুযোগ পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খেলাপিরা ব্যাংকের টাকা ফেরত দেওয়া শুরু করলে নিয়মিত গ্রাহকদের চেয়েও খেলাপি গ্রাহকদের কম সুদ দিতে হবে। ঋণখেলাপিদের সুদ গুনতে হবে মাত্র ৯ শতাংশ হারে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি