ঢাকা, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ১৯ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে মঙ্গলবার রাতে এক ঘন্টার ব্যবধানে দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে তাত্ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তাঁরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। 

মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে হঠাৎ গুলিস্তানের ৬তলা রমনা ভবনের ৩য় তলার এম আকবর টেইলার্সের শোরুমে আগুন লাগে। ১২টা ৩০ মিনিটের দিকে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পড়ে যুক্ত হয় আরও একটি ইউনিট। রাত ১২টার ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, রাস্তা ফাঁকা থাকায় দ্রুত সময়ে এসে আগুন নিয়ন্ত্রণ করা গেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।

এছাড়া রাত ১১টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে একটি জীপ গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনে একটি ইউনিটের ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। 

খবর পেয়ে ঘনটাস্থল পরিদর্শন করেন পুলিশ, সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি