এক বছর ধরে নিখোঁজ মাকে খুঁজে ফিরছেন তিন বোন
প্রকাশিত : ১৫:১৩, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রায় এক বছর ধরে নিখোঁজ মাকে খুঁজে ফিরছেন তিন বোন। মানসিক ভারসাম্যহীন মা মাজেদা বেগম (৮০) কিশোরগঞ্জে থাকতেন। ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে এসে হঠাৎ বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে ওঠেন। পরে বড় মেয়ে মাহমুদা ছেলেকে দিয়ে তাঁকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, নাতিকে রেখে বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়ে যান মাজেদা বেগম।
নিখোঁজ হওয়ার পরপরই থানায় জিডি করা হয়। পাঁচ দিন ধরে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। হাসপাতালে, বৃদ্ধাশ্রমে, আত্মীয়-স্বজনের বাসায় সবখানে খোঁজ নেওয়া হলেও কোথাও পাওয়া যায়নি তাঁকে। শেষ পর্যন্ত হাইকোর্টে সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন সন্তানরা।
কান্নাজড়িত কণ্ঠে মেয়ে মাহমুদা বলেন,‘জগতে মায়ের মতো আর কেউ নাই। আমরা শুধু চাই মাকে একবার ফিরে পেতে।’
এখনো তাঁরা আশায় বুক বেঁধে আছেন—কোনোভাবে হয়তো মাকে আবার খুঁজে পাওয়া যাবে।
যদি কেউ তাঁর সন্ধান পান, অনুগ্রহ করে পরিবারকে সহায়তা করুন।
নিখোঁজ ব্যক্তির তথ্য:
নাম: মাজেদা বেগম
বয়স: ৮০ বছর
স্থায়ী ঠিকানা: নারায়ণগঞ্জ
ফোন নাম্বার: 01861645000, 01614553028
আরও পড়ুন