ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

এক যুগের বেশি কারাগারে থাকা নেত্রকোনার গারো তরুণসহ ৫ জনের জামিন

প্রকাশিত : ১৯:৪৬, ২৬ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪৬, ২৬ জানুয়ারি ২০১৭

বিচারের অপেক্ষায় এক যুগের বেশি কারাগারে থাকা নেত্রকোনার গারো তরুণ লিটনসহ ৫ জনকে জামিন দিয়েছে হাইকোর্ট। অপরদিকে, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান ও কেরানীগঞ্জের রাজীব হোসেনকে জামিন না দিয়ে তাদের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি এস এস এইচ মোহাম্মদ নুরুল হুদা জায়গীরদারের বেঞ্চ এই আদেশ দেন। হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং অস্ত্র মামলায় বিচারের অপেক্ষায় এক যুগেরও বেশি সময় কাশিমপুর কারাগার-২ এ আছেন রাজিব, পারভেজ সহ সাত বন্দী। বৃহস্পতিবার সকালে কারাগারে থাকা এই সাতজনকে হাইকোর্টে হাজির করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। শুনানি শেষে আদালত রুল নিষ্পত্তি করে কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর মতিঝিলের মাসুদ, গাজীপুরের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটনকে জামিন দেন। এছাড়া, সাইদুর ও রাজিবের মামলা ৩ মাসের মধ্যে নিস্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। গত ১৫ ডিসেম্বর গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হলে আদালত এ’ বিষয়ে রুল জারি করে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি