ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

একুশের আশপাশের সড়কে অবৈধ দোকানপাট (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৮, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর কারওয়ান বাজারে একুশে টেলিভিশনের গলিসহ আশপাশের সড়কে গড়ে উঠেছে চা ও খাবারের অবৈধ দোকান। এ’সব দোকানে ব্যবহৃত হচ্ছে গ্যাস সিলিন্ডার, কেরোসিনের স্টোভ। ফলে বাড়ছে অগ্নিকাণ্ডের আশঙ্কা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, ফুটপথে অবৈধ দোকান বসতে দেয়া হবে না।

গেল ২৬ নভেম্বর কারওয়ান বাজারে আগুনে পুড়ে যায় একুশে টেলিভিশন ভবনের তিন তলার কিছু অংশ। গলির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অবৈধ দোকান উচ্ছেদ না হলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন আশপাশের ভবনের কর্মীরা।

ফুটপাতের অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানালেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি