ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

এখনো রাজধানীতে ফিরছে অনেকে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদ উদযাপন শেষে এখনো রাজধানীতে ফিরছে অনেকে। ভোরে সদরঘাট লঞ্চটার্মিনাল, বাস টার্মিনাল আর রেলষ্টেশনে ছিলো ঢাকায় ফেরা মানুষের চাপ। নানা ঝক্কি-ঝামেলার পরেও স্বজনদের সাথে ঈদ করতে পেরে খুশি সবাই।

আকাশে সূর্য উঠি-উঠি। এরই মধ্যে মধ্যে সদরঘাট লঞ্চটার্মিনাল ঢাকায় ফেরা মানুষের ভিড়। ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে আবারো ফেরা কংক্রিটের এই অরণ্যে।

ট্রেনেও ফিরেছেন অনেকে। টিকিট পাওয়া আর অপেক্ষায় কিছুটা ক্লান্ত যাত্রীরা।

তবে, তুলনামূলক ভীড় কম বাস টার্মিনালগুলোতে। ফিরতি পথে মহাসড়কে কম ভোগান্তিতে স্বস্তিও কথা জানালেন তারা।

ঈদেও ছুটিতে ফাঁকা-ফাঁকা চিত্র উধাও। রাজধানী ফিওে পেয়েছে তার চির চেনা রূপ। 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি