ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

এনআইডি ছাড়াই বিসিএস আবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৩০, ১১ জুলাই ২০১৭

জাতীয় পরিচয়পত্রের নম্বর (এনআইডি) ছাড়াও ৩৮তম বিসিএসে আবেদন করা যাচ্ছে। এনআইডির তথ্য দাখিলের বাধ্যবাধকতা আপাতত তা তুলে নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসি। তবে লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন মঙ্গলবার গণমাধ্যমকে জানান, অপশন দুটোই আছে। এনআইডি ছাড়াও আবেদন করা যাবে। তবে একপর্যায়ে এনআইডি চাওয়া হবে। যদি কারও এনআইডি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা না পায় তবে তা কমিশনকে জানাতে হবে।

বিসিএসের আবেদন করে ভুয়া প্রবেশপত্র তৈরি করে পরীক্ষায় অংশ নেওয়ার প্রমাণ পাওয়ায়  এনআইডি বাধ্যতামূলক করা হয়েছিল। এনআইডি নেই এমন অনেকেই ইতোমধ্যে ৩৮তম বিসিএসে অংশ নিতে আবেদন করেছেন বলে জানান নেছারউদ্দিন।

প্রথম শ্রেণির দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে ১০ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

//এআর//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি