ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

এনআরসি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১৫ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পবিরহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের এনআরসি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এই আইন পাশ তাদের অভ্যন্তরীণ বিষয়। সরকার তাদের সঙ্গে সম্পর্কের কোনো টানাপোড়েন চায় না।’

আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে একটা ইতিবাচক ভালো সম্পর্ক আমাদের আছে। এ সম্পর্কের কোনো টানাপোড়েন সৃষ্টি হোক-এটা আমরা চাই না। যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতে তার সমাধান খুঁজে নিব।’  

আওয়ামী লীগ পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বকে সামনে নিয়ে আসছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘এবারের কাউন্সিল হবে সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ। সম্মেলনে বিএনপি, ঐক্যফ্রন্ট ও বাম সংগঠনগুলোকেও আমন্ত্রণ জানানো হবে।’

এ সময় আওয়ামী লীগের ভিশনগুলো বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নতুন করে দল সাজানো হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি