এনইআইআর সংস্কারে সম্মত বিটিআরসি, স্থগিত অবরোধ
প্রকাশিত : ২৩:১৪, ৭ ডিসেম্বর ২০২৫
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে রাজি হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে থেকে চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা।
রোববার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে এ ঘোষণা দেয় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
বিটিআরসি সূত্রে জানা গেছে, এনইআইআর-সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও এমবিসিবি–এর প্রতিনিধিরা।
ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বেরিয়ে আসবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
এমবিসিবি সভাপতি মোহাম্মদ আসলাম বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এক মাস ৭ দিন ধরে আন্দোলন করছি। রোববার বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর তার আশ্বাসেই অবরোধ স্থগিত করেছি। অর্থ উপদেষ্টা দেশে না থাকায় আপাতত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে অবরোধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, এনইআইআর সংস্কারসহ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে কঠোর কর্মসূচিতে নেমেছিল মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল ১১টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’-র ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। তাদের অবস্থানে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ। ব্যবসায়ীরা এদিন রাত ৯টা পর্যন্ত বিটিআরসি ঘেরাও করে চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
এমআর//
আরও পড়ুন










