এনসিপি-যুবশক্তির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত : ১৪:৩৯, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ১৪:৪৩, ১৯ জুলাই ২০২৫

রাজধানীর তুরাগ থানার খায়েরটেক এলাকায় জাতীয় যুবশক্তি ও এনসিপি'র উদ্যোগে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করেন। সাধারণ মানুষ আলট্রাসনোগ্রাম, ইসিজি সহ কমপক্ষে ১৫ ধরনের পরীক্ষার সুযোগ পান।
ডিমার্স কনসালটেন্সি এন্ড রিসার্চ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব নিশাত আহমেদ, সংগঠক গোলাম মোস্তফা সুমন ও মাহতাব খান বাঁধন।
এসএস//
আরও পড়ুন