ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

এরশাদ: আমার নাকি বয়স হয়েছে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ১০ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘অনেকেই বলেছেন আমার নাকি বয়স হয়েছে? আমাকে দেখে কি মনে হয় বয়স হয়েছে? বয়স হয়েছে সত্য; কিন্তু মানুষের ভালোবাসার জন্য আমি আপনাদের মাঝে আবার এসেছি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের শাহজাদপুর, কড়াইল বস্তি ও মহাখালী কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি।

এবার আগেভাগেই ভোটের প্রচারে নেমেছেন এরশাদ। জাতীয় পার্টি ছাড়া কেউ সুশাসন দিতে পারবে না এরশাদ বলেন, শিগগির দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ৩০০ আসনেই নির্বাচন করবে জাপার নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।

এরশাদ বলেন, ১৯৯০ সালে যখন ক্ষমতা ছেড়েছিলেন তখন চালের কেজি ছিল ১০ টাকা। এখন ৬০ টাকা। সবকিছুই গরিবের ক্রয়ক্ষমতার বাইরে। `মধ্যম আয়ের দেশ` নিয়ে সরকার উল্লসিত। তারা গ্রামের খবর রাখে না। মানুষের কষ্টের খবর রাখে না। এরশাদ বলেন, ঢাকা-১৭ আসনের এমপি থাকাকালে পানির কষ্ট দূর করতে ১৪টি পানির পাম্প বসিয়েছিলেন। রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি