ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

এস আলম গাড়িকাণ্ডে বহিষ্কার তিন নেতাকে দলে ফেরালো বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামে এস আলমের গাড়িকাণ্ডে বহিষ্কার হওয়া দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা আবু সুফিয়ান, এনামুল হক এনাম ও এস এম মামুন মিয়াকে দীর্ঘ চার মাস পর দলে ফিরিয়েছে দলটি। 

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে তাদের স্থগিতের প্রত্যাহার করে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর জেলা বিএনপির এই তিন নেতার দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়।

এরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ আপনার সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তবে পরবর্তীতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার নির্দেশক্রমে আপনার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, বহুল আলোচিত-সমালোচিত দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এস আলম গ্রুপের গাড়িকাণ্ডে গত ১ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসঙ্গে ওই কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, এক নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদও স্থগিত করা হয়। সেই সময় বিষয়টি বেশ আলোচনার-সমালোচনার সৃষ্টি করেছিল।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি