ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবি মামা বাড়ির আবদার : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:১৫, ১ জানুয়ারি ২০১৯

ঐক্যফ্রন্টের পুনঃনির্বাচনের দাবিকে ‘মামা বাড়ির আবদার’ বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে শুরু করব। সামনের দিনগুলোতে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাবো।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তারা (বিএনপি) গতবার নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এখন জনগণের রায়কে অসম্মান করছেন। তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেনো জনগণের রায়কে অসম্মান না করেন।’

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের নেতাকর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি