ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউতে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬:১৩, ৩ মার্চ ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা বিএসএমএমউতে যান। এ সময় হাসপাতালে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, আজ রোববার ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রাম শেষে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লকে রিং পরানো হয়। রিং পরানোর পর তাকে কার্ডিওলজি বিভাগের সিসিইউতে রাখা হয়েছে।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় এবং এ অবস্থায় তাকে বিদেশ নেয়াও সম্ভব নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আলী আহসান।

তিনি আজ রোববার দুপুরের দিকে সেতুমন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি